ভাটারায় গ্যাস বিস্ফোরণ
ছেলের পর না ফেরার দেশে বাবাও
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১১:৫১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ভাটারার নূরের চালা এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হালিম শেখ (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৬ জুলাই) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের
আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, গত ২ জুলাই রাতে ভাটারা থেকে দগ্ধ অবস্থায় নারীসহ চারজনকে
ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে হালিম শেখের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ
হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।
এর আগে গত ৩ জুলাই মারা যান হালিম শেখের ছেলে হানিফ শেখ (২৮)। তার শরীরের
৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। হালিম শেখের স্ত্রী শিউলি বেগম (৪৫) ও বোন রহিমা খাতুনের (৫০)
দগ্ধের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকায় চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
গত ২ জুলাই রাতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন
দগ্ধ হন। ঘটনার সময় তারা নূরের চালা এলাকায় নিজেদের বাসায় অবস্থান করছিলেন।
