Logo
Logo
×

শেষ পাতা

পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা দাবি

হামলা-গুলির ঘটনায় ৩ সন্ত্রাসী গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হামলা-গুলির ঘটনায় ৩ সন্ত্রাসী গ্রেফতার

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠান এ কে বিল্ডার্স থেকে পাঁচ কোটি টাকা চাঁদা দাবিতে কার্যালয়ে হামলা ও গুলির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো-নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হান। রোববার বিষয়টি নিশ্চিত করেন মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার সালেহ্ মুহম্মদ জাকারিয়া।

জানা যায়, তিন সপ্তাহ আগে এ কে বিল্ডার্স নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের কাছে ৫ কোটি টাকা দাবি করে শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুন ওরফে ধ-ব্লক মামুন বাহিনীর সদস্যরা। এজন্য সময় বেঁধে দেয় তারা। টাকা না দেওয়ায় দুই দফায় ওই প্রতিষ্ঠানে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় সিসি ক্যামেরাসহ অফিসের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায় তারা। এ ঘটনায় বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান। এতে ক্ষুদ্ধ হন ধ-ব্লক মামুন বাহিনী। শুক্রবার বিকালে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এসে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় ৫ রাউন্ড গুলি করে তারা। তাদের ছোড়া গুলিতে আবাসন কোম্পানির কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা নিয়ে যখন সারাদেশে নিন্দার ঝর বইছে সেসময়ে পল্লবীর এ ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এমন অবস্থার মধ্যেই ঘটনার সাথে যুক্ত ৩ জনকে গ্রেফতার করল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ কে বিল্ডার্সের চেয়ারম্যান মো. কাইউম আলী খান যুগান্তরকে বলেন, ঘটনার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি। কারণ এই এলাকার অনেক ব্যবসায়ী আমার মতো এমন ঘটনার মুখোমুখি। চাঁদার জন্য অনেককে চাপে রাখা হয়েছে। তবে এ ঘটনায় যুক্ত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার সালেহ্ মুহম্মদ জাকারিয়া।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম