Logo
Logo
×

রাজধানী

সূত্রাপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ

ছোট ভাই-বোনের সঙ্গী হলেন বড় ভাই, আশঙ্কাজনক বাবা-মা

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০২:৫২ পিএম

ছোট ভাই-বোনের সঙ্গী হলেন বড় ভাই, আশঙ্কাজনক বাবা-মা

ফাইল ছবি

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে তামিমের (২২)।  এর আগে একই বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হয় তামিমের ছোট বোন আয়েশা (১) ও ভাই রোকনের (১৪)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘তামিমের শরীরের ৪২ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। বুধবার সকালেই তিনি মারা যান।’

গত ১২ জুলাই ভোরে সূত্রাপুরে মো. রিপনের (৩৫) বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রিপন, তার স্ত্রী চাঁদনী (২৮), ছেলে রোকন ও তামিম এবং এক বছরের মেয়ে আয়েশা গুরুতর দগ্ধ হন।  গত ১৫ জুলাই রাতে মারা যায় শিশু আয়েশা। তার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ ছিল। এরপর গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে মারা যায় তামিমের ভাই রোকন, যার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। সবশেষ বুধবার সকালে তামিমের মৃত্যু হয়।

ডা. শাওন বলেন, ‘দগ্ধ বাবা রিপনের শরীরের ৬০ শতাংশ ও মা চাঁদনীর শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।’

দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, তার ভাগিনা পেশায় ভ্যানচালক। ঘটনার রাতে পরিবারের সবাই একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তারা ধারণা করছেন, রান্নাঘরের গ্যাস লাইনে লিকেজ থেকেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম