ঢাকা সিটি কলেজের উপাধ্যক্ষ পদত্যাগের গুজব ভিত্তিহীন: কলেজ কর্তৃপক্ষ
ধানমন্ডি (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০১:৪৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ঢাকা সিটি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রিয়াজ মাহমুদ খানকে পদত্যাগ করানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি তথ্য ছড়িয়ে পড়েছে ৷ কিন্তু ছড়িয়ে পড়া এই তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজি নিয়ামুল হক ৷
বৃহস্পতিবার রাতে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজেই ৷
অন্যদিকে, কলেজ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা সিটি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রিয়াজ মাহমুদ খানকে শিক্ষার্থীদের পক্ষ নেওয়ায় পদত্যাগ করানো হয়েছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভূয়া ও ভিত্তিহীন ৷ অধ্যাপক রিয়াজ মাহমুদ খান তার স্বপদে বহাল আছেন ৷
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসৎ উদ্দেশ্যে একটি দুষ্ট চক্র এমন গুজব ছড়িয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মধ্যে নেতিবাচক প্রভাব সৃষ্টি করার ষড়যন্ত্র করছে ৷ ঢাকা সিটি কলেজ কর্তৃপক্ষ এমন উদ্ভট, ভিত্তিহীন ও মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা জানাচ্ছে ৷ গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জানার জন্য ঢাকা সিটি কলেজের ওয়েবসাইট ও অফিশিয়াল পেজ অনুসরণ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে ৷
