খিলগাঁওয়ে বসতবাড়িতে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগে মামলা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৭:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর খিলগাঁওয়ে একটি বসতবাড়িতে হামলা, ভেঙে গুঁড়িয়ে দেওয়া ও লুটপাটের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ওই বসতবাড়ির মালিক ভুক্তভোগী শাহিনুর বেগম ৭ আগস্ট রাতে খিলগাঁও থানায় ৭ জনের নামে ও অজ্ঞাতপরিচয় ৮০-৯০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
অভিযুক্তরা হলো- শ্যামল বিশ্বাস, জিয়াউল হাসান, কামাল, মকবুল, ফারুক হোসেন, আল-আমিন ও জাকির।
৩ আগস্ট সকালে পূর্ব গোড়ান, ৮নং সিএনজি স্ট্যান্ড এলাকায় এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে আসায় শাহিনুর বেগম, তার ছেলে মুরাদ ও বড় ভাই হান্নানের ছেলে আবুল হাসানকে বেধড়ক মারধর করে হামলাকারীরা।
পরে বিবাদীরা ঘরে থাকা নগদ আড়াই লাখ টাকা, ৪টি এসি, ৩টি ফ্রিজ, ২টি ল্যাপটপ ও ২৫ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। লুট করা মালামালসহ ঘরবাড়ি ভাংচুর করায় আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাদী অভিযোগ করেন।
মামলার এজাহারে জানা গেছে, ওই বাড়িতে বিগত ২৫ বছর ধরে বসবাস করে আসছিলেন শাহিনুর বেগম ও তার ভাই হান্নান। ১ আগস্ট সকালে আসামি শ্যামল, ফারুক, জিয়াউল হাসান ও মকবুল ওই বাড়িতে এসে বাসার লোকজনকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ৬০ লাখ টাকা চাঁদা দাবি করে। ৩ আগস্ট সকালে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বিবাদীরা হামলা ও ভাঙচুরসহ লুটপাট করে।
অভিযুক্তরা বলেছেন, মামলাটি মিথ্যা। শাহিনুর বেগম নিজেরাই বাড়িঘর ভেঙে লুটপাটের নাটক সাজিয়েছেন। এ ঘটনায় ভিডিও ফুটেজও আমাদের কাছে রয়েছে। প্রকৃতপক্ষে ওই বাড়ির মালিক অভিযুক্ত জিয়াসহ কয়েকজন। যার দলিল ও খারিজসহ প্রয়োজনীয় সব রেকর্ড রয়েছে।
খিলগাঁও থানার ওসি মো. দাউদ হোসেন যুগান্তরকে বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ২০-২৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে যায়। এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
