Logo
Logo
×

রাজধানী

মধ্যরাতে শাশুড়িকে ফোনে জানিয়ে উধাও জামাই, নারীর লাশ উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪১ পিএম

মধ্যরাতে শাশুড়িকে ফোনে জানিয়ে উধাও জামাই, নারীর লাশ উদ্ধার

রাজধানীর শেওড়াপাড়ার শামীম স্মরণীর একটি বহুতল ভবন থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ আগস্ট) রাতে তার স্বামী তাকে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের।

নিহতের নাম সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়া। তার স্বামীর নাম সিফাত আলি।

কেয়ার বাবা-মা জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে মেয়ের জামাই সিফাত তাদের ফোন দেন। তখন সে জানায়, তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনার পর থেকে সিফাত এবং তার বন্ধু ও বাসার কাজের ছেলে মনির পলাতক।

নিহতের পরিবারের অভিযোগ, সিফাত বদমেজাজি ছিলেন, সামান্য কিছু হলেই তিনি তার স্ত্রীর গায়ে হাত তুলতেন। 

মিরপুর মডেল থানার ওসি মো. সাজ্জাত রোমান জানান, গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবরে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। লাশ ঢামেক হাসপাতাল মর্গে আছে। সেখানে সুরতহাল করা হবে।

এটি আত্মহত্যা নাকি হত্যা- তা এখনো স্পষ্ট নয়। সুরতহাল, ময়নাতদন্ত ও ঘটনার পুলিশি তদন্তে মৃত্যুরহস্য স্পষ্ট হবে। সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওসি সাজ্জাদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম