বাড্ডায় নিয়ন্ত্রণ হারিয়ে মিক্সার ট্রাক শোরুমে, চালকের মৃত্যু
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৪:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় আকিজ কোম্পানির একটি কংক্রিট মিক্সার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেমন্ড টেইলার্সের শোরুমে উঠে গেলে চালক সাইদুর রহমান (৩৫) গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
বুধবার (২০ আগস্ট) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় সাইদুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী ইমরুল কায়েস জানান, আকিজ কোম্পানির কংক্রিট মিক্সার ট্রাকটি ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে রেমন্ড টেইলার্সের শোরুমের উপরে উঠে যায়। এতে চালক সাইদুর গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানকার চিকিৎসক ঢামেকে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।
তিনি জানান, নিহত সাইদুর রহমান চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আশতলা পাড়া গ্রামের মোহাম্মদ আজিজুল হকের ছেলে। বর্তমানে তিনি পূর্বাচল পাতিরা এলাকায় বসবাস করছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, লাশ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
