ডেমরায় বিএনপি নেতাদের হুমকি-ধমকি, থানায় জিডি
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১০:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ডেমরায় থানা বিএনপির দুই নেতাকে মোবাইল ফোনে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রত্যাশী এসএম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান দৈনিক বাংলাবাজার পত্রিকার সম্পাদক, প্রকাশক এবং এক সাংবাদিকের বিরুদ্ধে ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে এসএম রেজা সেলিম এবং আনিসুজ্জামানের করা ওই জিডির বিষয়ে নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান।
জানা গেছে, গত ১৩ আগস্ট ওই দুই নেতার বিরুদ্ধে বাংলাবাজার নামে একটি অনলাইন নিউজ পোর্টালে বিভিন্ন অশ্লীল মানহানিকর বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেন। আর আইনের পরিপন্থি ওই মিথ্যা সংবাদ প্রকাশের ফলে ভুক্তভোগীদের সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ তাদের।
এসএম রেজা সেলিম ও আনিসুজ্জামান বলেন, বাংলাবাজার পত্রিকার তথাকথিত সাংবাদিক এবং সম্পাদকসহ তারা দুর্নীতি করে টাকা কামানোর জন্য এসব মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করে। পরে সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা দাবি করে। আমাদের কাছ থেকেও তারা কিছু টাকা নিয়ে ক্ষান্ত হয়নি, যার প্রমাণ রয়েছে।
এ বিষয়ে আগে জিডি করলাম এবং মানহানিকর একটি মামলাও করব। এছাড়া জাতীয় প্রেস ক্লাব, ডিআরইউ (ঢাকা রিপোর্টার্স ইউনিটি) এবং প্রেস কাউন্সিলসহ সাংবাদিক সংশ্লিষ্ট সব জায়গায় আমরা অভিযোগ করব।
ডেমরা থানার ওসি মাহাদুর রহমান বলেন, ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রত্যাশী এসএম রেজা চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মো. আনিসুজ্জামান থানায় এসে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
