কিশোর গ্যাং চান গ্রুপের প্রধান কালাচান অস্ত্রসহ গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১০:২৭ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং চান গ্রুপের প্রধান সোহেল ওরফে চান উরফে কালাচানকে (২৬) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে রায়েরবাজার ইদ্রিস খান রোডের ক্যান্সার গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নাজমুল ইসলাম জানান, আমরা জানতে পারি চান গ্রুপের কালাচান ওরফে সোহেল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ খবর পেয়ে রায়েরবাজার ইদ্রিস খান রোডের ক্যান্সার গলি থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
তিনি জানান, সে নিজেই মোহাম্মদপুর এলাকায় চান গ্রুপ নামে একটি কিশোর গ্যাং গ্রুপ চালায়। দীর্ঘদিন যাবত মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে।
এর আগে সে কয়েকবার গ্রেফতার হলেও জামিনে ছাড়া পেয়ে আবার একই অপরাধ করে আসছে। তার এ গ্রুপের সঙ্গে আরও যারা জড়িত আছে, তাদের আইনের আওতায় আনা হবে। গ্রেফতার কালাচানকে আদালতে পাঠানো হয়েছে।
তার বাড়ি বরগুনা জেলার আমতলী থানার রাঙ্গাবালী গ্রামে। সে ওই এলাকার হাসান মিয়ার ছেলে। বর্তমানে সে রায়েরবাজার এলাকার আজিজ খান রোডের ফালতু মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
