Logo
Logo
×

রাজধানী

সুস্থ হয়ে উঠেছেন মাইলস্টোনের শিক্ষার্থী তৌফিক, ছাড়পত্র দিল হাসপাতাল

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পিএম

সুস্থ হয়ে উঠেছেন মাইলস্টোনের শিক্ষার্থী তৌফিক, ছাড়পত্র দিল হাসপাতাল

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তৌফিক হোসেন (১৩) সুস্থ হয়ে উঠেছে। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ তাকে এ ছাড়পত্র দেয়। 

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সাংবাদিকদের জানান, তৌফিক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনায় তার শরীরের ৯ শতাংশ অংশ দগ্ধ হয়ে পড়েছিল। বর্তমানে হাসপাতালটিতে বিমান দুর্ঘটনায় আহত ১৮ জন ভর্তি আছেন। ইতোমধ্যে ১৮ জনকে সুস্থ অবস্থায় ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।

২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

ঘটনাপ্রবাহ: উত্তরায় বিমান বিধ্বস্ত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম