Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সংসদে ওবায়দুল কাদের

ঢাকা-ভাঙ্গা ছয় লেন সড়ক উদ্বোধন ১৩ অক্টোবর

Icon

সংসদ রিপোর্টার

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ অক্টোবর ঢাকা-ফরিদপুর-ভাঙ্গা ৬ লেন এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন। এদিন তিনি পদ্মা সেতুতে রেললাইনেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মঙ্গলবার জাতীয় সংসদের ফারুক খানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, এরই মধ্যে পদ্মা সেতুর ৫৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা-ভাঙ্গা ৫৫ কিলোমিটার ৬ লেন দেশের প্রথম ৬ লেনের রাস্তা। এদিন (১৩ অক্টোবর) আরও কিছু সড়ক ও সড়কের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম