জাপানের সার্ভো টেকনোলজিতে তৈরি সুপারমম সুপার প্যান্ট লঞ্চ করল স্কয়ার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
স্কয়ারের বেবি কেয়ার ব্র্যান্ড ‘সুপারমম’ সারাদেশের রিটেইলারদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে জাপানের সার্ভো টেকনোলজিতে তৈরি প্যান্ট-স্টাইল ডায়াপার ‘সুপারমম সুপার প্যান্টস’।
শনিবার (১৮ অক্টোবর)
নারায়ণগঞ্জের রূপসী ফ্যাক্টরিতে অনুষ্ঠিত হয় এ লঞ্চিং অনুষ্ঠান। এক সংবাদ
বিজ্ঞপ্তিতে স্কয়ার গ্রুপ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,
ডায়াপার নিয়ে মায়েদের প্রধান চাহিদা হচ্ছে সর্বোচ্চ শোষণক্ষমতা, লিকেজপ্রুফ এবং
আরামদায়ক ব্যবহার। স্কয়ার এসব বিষয় মাথায় রেখে সুপারমম সুপার প্যান্টস-এ যুক্ত করেছে ম্যাজিকবল টেকনোলজি, ব্রিদেবল টপশিট এবং ৩৬০ ডিগ্রি ওয়েস্টব্যান্ড—যা শিশুকে
রাখবে সম্পূর্ণ শুষ্ক, লিকেজপ্রুফ এবং আরামদায়ক।
এতে আরও উল্লেখ করা
হয়, নতুন ও ভবিষ্যৎ মায়েদের সুবিধার্থে উদ্বোধন করা হয়েছে মোবাইল অ্যাপ ‘সুপারমম’, যার মাধ্যমে
গর্ভকালীন সময় থেকে শুরু করে সন্তানের বেড়ে ওঠার বিভিন্ন ধাপে মায়েরা পাবেন
প্রয়োজনীয় পরামর্শ ও সাপ্তাহিক আপডেট। সম্পূর্ণ ফ্রি এই অ্যাপে থাকছে চিকিৎসক ও
মনোবিজ্ঞানীদের পরামর্শে তৈরি তথ্যবহুল আর্টিকেল ও ভিডিও—যা প্রতিটি মায়ের জন্য
হবে নির্ভরযোগ্য সহায়ক।
উদ্বোধনী অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল
এস. চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং
ডিরেক্টর তপন চৌধুরী,
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী এবং স্কয়ার গ্রুপের তৃতীয় প্রজন্মের
সদস্যরা। এছাড়া সারাদেশ থেকে আগত শতাধিক সুপারমম
সুপার পার্টনার-এর অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও
উৎসবমুখর। উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বিভিন্ন বিভাগের কর্মকর্তা
এবং গণমাধ্যমকর্মীরাও।
বিজ্ঞপ্তিতে জানানো
হয়, বাংলাদেশের মানুষের হেলথ অ্যান্ড হাইজিন নিশ্চিত করতে স্কয়ার গ্রুপের
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যে উদ্যোগ নিয়েছিলেন, তার ধারাবাহিকতায় বর্তমান পরিচালকেরা
মা ও শিশুর স্বাস্থ্যের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রিমিয়াম কোয়ালিটির এই ডায়াপার দেশের বাজারে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে এবং খুব দ্রুতই মায়েদের আস্থার প্রতীকে পরিণত হবে সুপারমম সুপার প্যান্টস।

