Logo
Logo
×

কর্পোরেট নিউজ

সাউথইস্ট ইউনিভার্সিটি ও আমানত শাহ গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:২২ পিএম

সাউথইস্ট ইউনিভার্সিটি ও আমানত শাহ গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে ‘ইনভেনশন অ্যান্ড ইনোভেশন ইন টেক্সটাইল সেক্টর’ শিরোনামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে বুধবার ‘ইনভেনশন অ্যান্ড ইনোভেশন ইন টেক্সটাইল সেক্টর’ শিরোনামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সভার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল মিয়া।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চিফ অ্যাডভাইজার মো. নুরুল ইসলাম, পরিচালক মো. রেজাউল করিম, এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জি. মাশুদ আহমেদ। সভায় নতুন উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন ও শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভার অংশ হিসেবে সাউথইস্ট ইউনিভার্সিটি ও আমানত শাহ গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উভয় প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আমানত শাহ গ্রুপের ওভেন ফেব্রিক্সের সিনিয়র নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মাশুদ আহমেদ। 

এই চুক্তির মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন, এবং গবেষণার মাধ্যমে একাডেমিক ও পেশাগত সহযোগিতা আরও জোরদার করা হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল মিয়া, পরিচালক রেজাউল করিম, পরিচালক মিয়াহ মো. জুবায়ের আমিন, চিফ অ্যাডভাইজার মো. নূরুল ইসলাম, উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইঞ্জিনিয়ার মাশুদ আহমেদ, অধ্যাপক ড. ইঞ্জি. আনম আহমাদুল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকপ্রশাসনিক কর্মকর্তাকর্মচারীবৃন্দ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম