Logo
Logo
×

কর্পোরেট নিউজ

এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং অ্যাওয়ার্ড পেলো এনআরবিসি

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:০৮ এএম

এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং অ্যাওয়ার্ড পেলো এনআরবিসি

এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং-২০২৫ এ সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে এনআরবিসি ব‍্যাংক পিএলসি। ইন্দোনেশিয়ার ইনস্টিটিউট অব সার্টিফাইড সাসটেইনেবিলিটি প্র‍্যাক্টিশনারস (আইসিএসপি) এর সহযোগিতায় ন‍্যাশনাল সেন্টার ফর করপোরেট রিপোর্টিং (এনসিসিআর) এই অ্যাওয়ার্ড দিয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) ব‍্যাংকের ব‍্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত এক অনুষ্ঠানে আইসিএসপির অ্যাডভাইজরি বোর্ডের চেয়ারম‍্যান প্রফেসর ড. ইকো গেইনস সুকহারসনোর কাছ থেকে অ্যাওয়ার্ড নেন।

টেকসই উন্নয়ন, সামাজিক ও পরিবেশবান্ধব অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি-দক্ষ প্রযুক্তি, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, সবুজ স্থাপনা ও জলবায়ু এবং সহনশীল কৃষি উদ্যোগকে প্রাধান‍্য দিয়ে এনআরবিসি ব‍্যাংক গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) স্ট্যান্ডার্ডের আলোকে প্রথমবারের মতো সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম