ঢাকায় Manipal Hospital-এর তথ্যকেন্দ্র চালু
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো Manipal Hospital Information Center Bangladesh-এর প্রথম তথ্যকেন্দ্র। বাংলাদেশের অনুমোদিত পার্টনার Carehub BD এই তথ্যকেন্দ্র পরিচালনা করবে।
গতকাল (২ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে Manipal Hospital International-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. খালিদ। আরও উপস্থিত ছিলেন Carehub BD-এর ম্যানেজিং পার্টনার মো. তানভীর মোরশেদ, মো. তানজির আহমেদ ও মো. মুনতাসির মাহমুদ।
আয়োজনে বক্তারা জানান, বাংলাদেশি রোগীদের দ্রুত, নির্ভুল ও বিশ্বমানের চিকিৎসা-সংক্রান্ত তথ্য প্রদানই এই কেন্দ্রের মূল লক্ষ্য। রোগীরা এখন ঢাকা থেকেই Manipal Hospital-এর বিশেষজ্ঞ পরামর্শ, অ্যাপয়েন্টমেন্ট এবং চিকিৎসা-সংক্রান্ত সহায়তা পেতে পারবেন।
এছাড়া কর্তৃপক্ষ আরও জানায়, আগামী মাসে বরিশাল ও রাজশাহীতে আরও দুইটি নতুন তথ্যকেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে সারাদেশের রোগীরা সমানভাবে সেবা গ্রহণ করতে পারেন।
