বর্ষসেরা জাতীয় এসএমই মাইক্রো উদ্যোক্তা ২০২৫ সম্মাননা পেলেন মো. ওয়াহিদুজ্জামান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম
বর্ষসেরা জাতীয় এসএমই মাইক্রো উদ্যোক্তা ২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন কসমেটিক ব্র্যান্ড ‘রিবানা’-এর প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুজ্জামান।
|
ফলো করুন |
|
|---|---|
এসএমই ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ‘বর্ষসেরা জাতীয় এসএমই মাইক্রো উদ্যোক্তা ২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন দেশের অর্গানিক কসমেটিক ব্র্যান্ড ‘রিবানা’-এর প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুজ্জামান। প্রাকৃতিক উপাদাননির্ভর পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় ব্র্যান্ডকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।
২০১৫ সালে যাত্রা শুরু করা রিবানার পণ্য বর্তমানে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও দুবাইতে অ্যামাজন-এর মাধ্যমে বিক্রি হচ্ছে। যুক্তরাষ্ট্রে রিবানা কর্পোরেশন নামে অফিসিয়াল রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং অদূর ভবিষ্যতেই সেখানে ব্র্যান্ডটির প্রথম রিটেইল স্টোর উদ্বোধন হতে যাচ্ছে।
ফার্মাসিতে গ্রাজুয়েশন শেষে বিদেশ থেকে পাওয়া একটি হ্যান্ডমেড সোপ-এর অনুপ্রেরণায় ওয়াহিদুজ্জামান প্রাকৃতিক উপাদান দিয়ে স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার পণ্য হাতে তৈরি করার উদ্যোগ নেন। শুরুতে পুঁজি সংকট, মানসম্মত কাঁচামাল সংগ্রহ এবং পারিবারিক সমর্থনের অভাবসহ নানা চ্যালেঞ্জ থাকলেও তিনি নিজের গ্রামের প্রায় ৯৫ শতাংশ উপাদান ব্যবহার করে বাংলাদেশে প্রথমবারের মতো হ্যান্ডমেড অর্গানিক সাবান উৎপাদন করেন।
রিবানার উৎপাদনে ব্যবহৃত নারিকেল তেল, ছাগলের দুধ, নিমপাতা, তিল, গোলাপ ও মসুর ডালসহ সব উপাদান স্থানীয় কৃষক ও সরবরাহকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়। এর ফলে শতাধিক খামারি এবং প্রায় ৫০ জন গ্রামীণ নারীর টেকসই আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। উদ্যোগটি ২০১৯ সালে ইউএনডিপি ইউথ কোল্যাব-এর স্বীকৃতি লাভ করে।
বর্তমানে রিবানার পণ্য মিনাবাজার, ওয়েলবিয়িং, যাত্রা, টপ টেন মার্টসহ অসংখ্য আউটলেটে পাওয়া যাচ্ছে। ধানমণ্ডিতে রয়েছে নিজস্ব আউটলেট। এছাড়াও দারাজ, শাজগোজ, রকমারিসহ পঞ্চাশটির বেশি অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত বিক্রি হচ্ছে ব্র্যান্ডটির পণ্য।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে মো. ওয়াহিদুজ্জামান বলেন, বাংলাদেশের একটি অর্গানিক ব্র্যান্ড আজ অস্ট্রেলিয়া, আমেরিকা এবং দুবাইতে পৌঁছেছে। এটি শুধু রিবানার নয়, বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। এই স্বীকৃতি আমাদের আন্তর্জাতিক বাজারে আরও সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে।
তার উদ্যোগ অনুপ্রাণিত করে দেশের বহু তরুণ উদ্যোক্তা নিজস্ব ব্যবসা শুরু করেছেন, যা গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানকে আরও এগিয়ে নিচ্ছে।

