পার্ক অ্যাভিনিউয়ের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম
নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ফুটবল তারকা ও জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে পার্ক অ্যাভিনিউ অফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত সাইনিং সেরিমনিতে উপস্থিত ছিলেন— গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড-এর SAARC হেড সমীর সূর্যবংশী, পাশাপাশি বাংলাদেশ ম্যানেজমেন্ট কমিটির সদস্য— ভাস্কর কুমার দে (হেড অব মার্কেটিং), রিতেশ বড়ুয়া (হেড অব সেলস), গোপাল দ্বিবেদী (হেড অব প্রোকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন) এবং শশাঙ্ক পাণম্বূর (হিউম্যান রিসোর্সেস, সার্ক)।
পার্ক অ্যাভিনিউ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের একটি গ্রুমিং ব্র্যান্ড, যা আজকের আত্মবিশ্বাসী ও আধুনিক পুরুষদের জন্য প্রিমিয়াম বডি স্প্রে ও পারফিউমসহ ব্যক্তিগত সুগন্ধির জন্য বিশ্বব্যাপী পরিচিত। জামালের ক্যারিয়ারের যাত্রা, এবং ব্যক্তিগত পরিচয় পার্ক অ্যাভিনিউ ব্র্যান্ডের সঙ্গে মানানসই, যা আত্মবিশ্বাসকে প্রতিফলিত করে।
