Logo
Logo
×

কর্পোরেট নিউজ

আইসিডিডিআরবিতে ‘অ্যানুয়াল বায়োরিস্ক কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম

আইসিডিডিআরবিতে ‘অ্যানুয়াল বায়োরিস্ক কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত

আইসিডিডিআরবি’র সাসাকাওয়া অডিটোরিয়ামে ‘অ্যানুয়াল বায়োরিস্ক কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত।

রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবি’র সাসাকাওয়া অডিটোরিয়ামে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় ‘অ্যানুয়াল বায়োরিস্ক কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুল আলম, আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সাইফুর রহমান এবং বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির (বিবিবিএস) চেয়ারম্যান ড. আসাদুল গনি। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক, গবেষক ও চিকিৎসক সম্মেলনে অংশ নেন।

‘কনটেইনমেন্ট অব এএমআর, বায়োহ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্ট, বায়োসেইফটি, বায়োসিকিউরিটি অ্যান্ড বায়োটেকনোলজি’ শীর্ষক এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ভবিষ্যতে কোভিড-১৯-এর মতো মহামারি মোকাবিলায় গবেষণা প্রতিষ্ঠান ও মেডিকেল-হাসপাতালগুলোতে বায়োসেইফটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির (বিবিবিএস) জৈব বর্জ্য ব্যবস্থাপনায় গত ১৫ বছরের অবদান তুলে ধরেন। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কারিকুলামে বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতে ইউজিসি চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান। তিনি বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি পলিসি গাইডলাইন বাস্তবায়নে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন। 

বিশেষ অতিথির বক্তব্যে ড. তাহমিদ আহমেদ কলেরা ভ্যাকসিন ও খাবার স্যালাইন উদ্ভাবনে আইসিডিডিআরবি’র ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, আইসিডিডিআরবিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে জৈব বর্জ্য ব্যবস্থাপনায় নির্ধারিত পলিসি কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

এদিকে ড. সাইফুর রহমান বর্জ্য ব্যবস্থাপনায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সম্মেলনের শেষ পর্যায়ে সভাপতি উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।    

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম