শাহ সিমেন্ট এর নতুন ক্যাম্পেইন ‘তোমায় শীর্ষ ছোঁয়ার আহ্বান’
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মহান বিজয় দিবস উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ড শাহ সিমেন্ট চালু করেছে তাদের নতুন অনুপ্রেরণামূলক ক্যাম্পেইন ‘তোমায় শীর্ষ ছোঁয়ার আহ্বান’। এই ক্যাম্পেইনের মাধ্যমে শাহ সিমেন্ট তুলে ধরেছে একটি শক্তিশালী বার্তা—নিজ নিজ ক্ষেত্রে সেরা হওয়ার নিরলস প্রচেষ্টাই পারে বাংলাদেশকে পৌঁছে দিতে সাফল্যের শিখরে।
শাহ সিমেন্ট বিশ্বাস করে, দেশের প্রতিটি মানুষ যদি তার অবস্থান থেকে উৎকর্ষের পথে এগিয়ে যায়। তবে সেই সম্মিলিত প্রয়াসই গড়ে তোলে একটি শক্তিশালী, আত্মনির্ভর ও নাম্বার ওয়ান বাংলাদেশ। বিজয় দিবসের চেতনায় অনুপ্রাণিত হয়ে ক্যাম্পেইনের মূল বার্তা নির্ধারণ করা হয়েছে, ‘সবার নিজ নিজ ক্ষেত্রে সেরা হওয়ার প্রচেষ্টাই হোক বাংলাদেশকে নাম্বার ওয়ান করার অনুপ্রেরণা।’
এই উপলক্ষ্যে ‘শীর্ষ ছোঁয়ার আহ্বান’ থিমে শাহ সিমেন্ট আয়োজন করে একটি বিশেষ অনুষ্ঠান, যেখানে এক মঞ্চে একত্রিত হন দেশের বিভিন্ন ক্ষেত্রের অনুপ্রেরণাদায়ী কণ্ঠ স্বরেরা। ইতিবাচক উদ্যোগ, দায়বদ্ধতা ও ভালো কাজের মাধ্যমে ব্যক্তিগত উৎকর্ষের পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার বার্তাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
শাহ সিমেন্ট মনে করে, দেশ গঠন কোনো একক মুহূর্তের সাফল্য নয়; এটি একটি ধারাবাহিক ও দীর্ঘমেয়াদি যাত্রা। এই যাত্রায় প্রয়োজন লক্ষ্যভেদে অবিচল থাকা, আত্মবিশ্বাস বজায় রাখা এবং প্রতিটি পদক্ষেপে মান ও নিষ্ঠার প্রতিফলন।
এই দর্শনকে ধারণ করেই ‘শীর্ষ ছোঁয়ার আহ্বান’ ক্যাম্পেইনের অংশ হিসেবে উন্মোচন করা হয়েছে শাহ সিমেন্টের নতুন OVC।
ফুটবলের লক্ষ্যভেদকে রূপক হিসেবে ব্যবহার করে এতে তুলে ধরা হয়েছে—কীভাবে ব্যক্তিগত উৎকর্ষতা ও জাতীয় অগ্রগতি একই লক্ষ্যবিন্দুতে এসে মিলিত হয়।
এই ক্যাম্পেইনে শাহ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরীর উপস্থিতি এসেছে অনুপ্রেরণার প্রতীক হিসেবে। তার পথচলা ও অদম্য মানসিকতা প্রতিনিধিত্ব করে নিরবচ্ছিন্ন পরিশ্রম, শৃঙ্খলা এবং বিশ্বমানের লক্ষ্য অর্জনের দৃঢ় প্রত্যয়—যে দর্শন শাহ সিমেন্ট দীর্ঘদিন ধরে দেশ গঠনের ক্ষেত্রে ধারণ করে আসছে।
‘শীর্ষ ছোঁয়ার আহ্বান’ ক্যাম্পেইনের মাধ্যমে শাহ সিমেন্ট আবারও পুনর্ব্যক্ত করেছে তাদের অঙ্গীকার—নিজ নিজ ক্ষেত্রে সেরা হওয়ার সম্মিলিত প্রচেষ্টাই গড়ে তোলে আগামীর শক্ত ভিত।
