ঢাকায় অপটেকের নবযাত্রায় অতিথি কেয়া পায়েল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর মডেল হিসেবেও তিনি পরিচিত। এবার তার হাত ধরেই বাংলাদেশে যাত্রা শুরু করলো অস্ট্রেলিয়াভিত্তিক শিক্ষা ও ভিসা পরামর্শক প্রতিষ্ঠান অপটেক ইন্টারন্যাশনাল–এর বাংলাদেশ শাখা।
গত ২৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি ৮ নম্বরে অবস্থিত আলমাস সুপার শপ ভবনের চতুর্থ তলায় প্রতিষ্ঠানটির অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। তার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা মুকিত জাকারিয়া। তাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর। এসময় উপস্থিত ছিলেন অপটেক ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও সিইও তাহামিদসহ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টিম মেম্বাররা। পরিপাটি আয়োজন ও আন্তরিক আতিথেয়তায় সন্তুষ্টি প্রকাশ করেন আমন্ত্রিত অতিথিরা।
চার বছর ধরে অস্ট্রেলিয়া থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী ও পেশাজীবীদের সেবা দিয়ে আসছে অপটেক ইন্টারন্যাশনাল। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও বিভিন্ন ভিসা প্রসেসিংয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে একটি আস্থার জায়গা তৈরি করেছে।
অনুষ্ঠানে কেয়া পায়েল বলেন, ‘আন্তর্জাতিক ভিসা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক গাইডলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি প্রতিষ্ঠানের বাংলাদেশে যাত্রা শুরু করা নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ।’
অন্যদিকে অভিনেতা মুকিত জাকারিয়া বলেন, ভবিষ্যতে বিদেশে কাজ করতে আগ্রহী শিল্পীদের জন্য অপটেক ইন্টারন্যাশনাল একটি কার্যকর সহায়ক ভূমিকা রাখতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অপটেক ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও সিইও তাহামিদ বলেন, ‘অপটেক ইন্টারন্যাশনালের লক্ষ্য কেবল ব্যবসা নয়; বরং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থী ও পেশাজীবীদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করা।’
তিনি আরও জানান, বাংলাদেশে অফিস খোলার সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া হয়েছে এবং এখানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে।
শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, মিডিয়াকর্মী ও অতিথিদের উপস্থিতিতে অপটেক ইন্টারন্যাশনালের এই যাত্রা ঢাকার বিনোদন অঙ্গনে যোগ করেছে নতুন মাত্রা।
প্রসঙ্গত, সম্প্রতি কেয়া পায়েল অভিনীত ‘কোটিপতি’ নামের একটি নাটক মুক্তি পেয়েছে। এছাড়া তিনি আরও একাধিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

