জুস ক্যাটাগরিতে দেশসেরা ব্র্যান্ডের পুরস্কার পেল প্রাণ ম্যাংগো
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের জুস-বাজারে দীর্ঘদিন ধরে ভোক্তার আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখা ‘প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিংক’ ২০২৫ সালে জুস ক্যাটাগরিতে ‘বেস্ট ব্র্যান্ড ইন বাংলাদেশ’ সম্মাননা অর্জন করেছে।
প্রাণ গ্রুপের জুস যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে কাঁচের বোতলে প্রাণ ম্যাঙ্গো জুস নিয়ে। ১৯৯৯ সালে টেট্রা-প্যাক এবং ২০১৪ সালে পেট-বোতল যুক্ত হওয়ার মধ্য দিয়ে এটি আরও বহুমাত্রিকভাবে ভোক্তাদের কাছে পৌঁছে। আধুনিক প্যাকেজিং, দীর্ঘদিন সংরক্ষণের সুবিধা এবং চলন্ত পথে সহজতর গ্রহণযোগ্যতার কারণে প্রাণ ম্যাঙ্গো শিশু-কিশোর থেকে তরুণ প্রজন্ম পর্যন্ত দৈনন্দিন জীবনেও জনপ্রিয় হয়ে ওঠে।
সর্বশেষ এই অর্জনের মাধ্যমে ব্র্যান্ডটি প্রমাণ করেছে যে ভোক্তাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ও সময়মতো সঠিক সিদ্ধান্ত একটি ব্র্যান্ডকে দীর্ঘমেয়াদে সফল করতে পারে।
পুরস্কারটি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রাপ্ত হয়। অনুষ্ঠানে প্রাণ মার্কেটিং টিমের পক্ষ থেকে ডিপুটি ব্র্যান্ড ম্যানেজার ওমর বিন জুবায়ের, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মিরাজ সরকার, ডেপুটি জেনারেল ম্যানেজার মাহামুদুল হাসান জিসা, জেনারেল ম্যানেজার শেখ সুবায়েল খায়ের ও সিনিয়র জেনারেল ম্যানেজার আলী হাসান আলম পদক গ্রহণ করেন।
বছরের সেরা ব্র্যান্ড নির্বাচন করতে এনসার্চ লিমিটেড পরিচালিত বিস্তৃত জরিপের ভিত্তিতে দেশের আটটি বিভাগের শহর ও গ্রামীণ এলাকায় ১২,৪০০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। ভোক্তার সচেতনতা, পছন্দ, ব্যবহার ও আস্থার মতো সূচক বিশ্লেষণ করে ব্র্যান্ড ইকুইটি ইনডেক্স তৈরি করা হয়।
প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিংক পুনরায় প্রমাণ করল, সময়োপযোগী উদ্ভাবন ও ভোক্তার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপই দীর্ঘমেয়াদী সফলতার চাবিকাঠি।
বাংলাদেশের জুস–বাজারে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। নতুন নতুন ব্র্যান্ড ও ফ্লেভার আসছে বাজারে। তবে অভিজ্ঞতা, আস্থা ও ভালোবাসার যে সম্পর্ক প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিংক গড়ে তুলেছে, তা সহজে ভাঙার নয়। জুস ক্যাটাগরিতে ‘বেস্ট ব্র্যান্ড ইন দ্য বাংলাদেশ ২০২৫’ সম্মাননা সেই বাস্তবতারই প্রমাণ।
