কর্ণফুলী গ্যাসের বিল পরিশোধ করা যাবে বিকাশে
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০, ০৪:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এখন থেকে কর্ণফুলী গ্যাসের আবাসিক সংযোগের বিল বিকাশে পরিশোধ করা যাবে। ফলে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামসহ আশপাশের ১১টি উপজেলার কর্ণফুলী গ্যাসের প্রায় ছয় লাখ আবাসিক গ্রাহক যে কোনো সময় যে কোনো স্থান থেকে বিকাশ অ্যাপ দিয়ে সহজে, নিরাপদে, মুহূর্তেই বিল পরিশোধ করতে পারবেন।
চট্টগ্রাম শহর, সীতাকুণ্ড, মীরসরাই, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, বোয়ালখালি, আনোয়ারা, ফটিকছড়ি, কাপ্তাই এবং রাঙ্গামাটি হিল ট্র্যাকসের কেপিএম এলাকার যে বিশাল সংখ্যক গ্রাহক কর্ণফুলী গ্যাসের সেবা ব্যবহার করেন তারা বাসার বাইরে না গিয়ে, লাইনে না দাঁড়িয়ে গ্যাস বিল পরিশোধের সুযোগ পাবেন।
বিল পরিশোধ করতে বিকাশ অ্যাপের পে-বিল আইকন থেকে গ্যাস নির্বাচন করতে হবে। এরপর কর্ণফুলী গ্যাস নির্বাচন করবেন। পরের ধাপে মাস নির্বাচন করতে হবে। এরপর কাস্টমার কোড ও মোবাইল নম্বর দিতে হবে। সবশেষে বিকাশ পিন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে।
এছাড়া বিকাশ *২৪৭# দিয়েও গ্রাহক এই বিল পরিশোধ সেবাটি ব্যবহার করতে পারবেন। বিলের পরিমাণের সাথে ১ শতাংশ হারে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ যুক্ত হবে।
