Logo
Logo
×

কর্পোরেট নিউজ

প্রতিষ্ঠার ২০ বছরের সমৃদ্ধির অগ্রযাত্রা উপযাপন করল ব্র্যাক ব্যাংক 

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৮:৫১ এএম

প্রতিষ্ঠার ২০ বছরের সমৃদ্ধির অগ্রযাত্রা উপযাপন করল ব্র্যাক ব্যাংক 

দেশের উন্নয়নে আরও অবদান রাখার দৃঢ় অঙ্গীকারের মাধ্যমেসমৃদ্ধির ২০ বছর উপযাপন করছে ব্র্যাক ব্যাংক। 
অদম্য মনোবলে অসীম সম্ভাবনার দিকে দৃপ্ত পায়ে সামনে এগিয়ে চলছে বাংলাদেশ। শিল্পায়নের ফলে ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। মাথাপিছু আয়ও বৃদ্ধি পাচ্ছে। গত দুই দশক ধরে ব্যক্তি ও উদ্যোক্তা পর্যায়ে উৎকর্ষ ব্যাংকিং সেবা ও সহজ অর্থায়ন সুবিধা প্রদানের মাধ্যমে তাদের সমৃদ্ধিরসাথে আছে ব্র্যাক ব্যাংক। এভাবে দেশের উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। 

ব্র্যাক ব্যাংক এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি এর ভিশনকে ধারণ করে প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি খাতের (এসএমই) উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে প্রথম জামানতবিহীন এসএমই ঋণ প্রবর্তন করে ব্র্যাক ব্যাংক। এ সহজ ঋণের ফলে তৃণমূল পর্যায়ের এসএমই উদ্যোক্তাবৃন্দ ব্যবসা সম্প্রসারণ করতে ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পেরেছে। ব্র্যাক ব্যাংক বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের জামানতবিহীনঋণ প্রদানে শীর্ষ অবস্থানে আছে। ব্যাংকের এসএমই ঋণের বিশেষত্ব হচ্ছে ৭০% এর বেশি ঋণযাচ্ছেপ্রত্যন্তগ্রামীণএলাকায়,যার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে আর সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান।

দেশের মানুষকে তাদের জীবনের লক্ষ্যপূরণে ও সমৃদ্ধি অর্জনে সহায়কের ভূমিকা পালন করছে ব্র্যাক ব্যাংক। ব্যক্তি ও প্রতিষ্ঠানের অমিতসম্ভাবনা পূরণে সাহায্য করে আসছে। জাতিসংঘের স্যাসটেন্যাবল ডেভেলপমেন্ট গোলের (এসডিজি) সাথে সঙ্গতি রেখে ব্যবসা পরিচালনা করে এ কাজ সম্পন্ন করেছে। এর ফলে সব মানুষের জন্য টেকসই পৃথিবী নিশ্চিত হচ্ছে। মানুষের স্বপ্ন বাস্তবায়নে আগামী দিনেও কাজ করে যাবে ব্র্যাক ব্যাংক। ছাড়িয়ে যাবে সীমানা। 

ব্র্যাক ব্যাংকইতিমধ্যেই বাংলাদেশের আর্থিক খাতে অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে দৃঢ় ও মজবুত ভিতের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। সবচেয়ে বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন ও ব্যাংকিং খাতের মধ্যে সর্বোচ্চ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের শেয়ারহোল্ডিং এবং আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা - এসঅ্যান্ডপি ও মুডি’জ - থেকে প্রাপ্ত দেশের সব ব্যাংক থেকে উৎকৃষ্ট ক্রেডিট রেটিং ব্র্যাক ব্যাংক এর উচ্চমানের ব্যবস্থাপনা ও কর্মদক্ষতার প্রতিফলন বহন করে। প্রায় সব আর্থিক সূচকে ব্র্যাক ব্যাংক ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এগিয়ে আছে। এছাড়াও সুশাসন ও মূল্যবোধ ভিত্তিক ব্যাংকিংয়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। 

বাংলাদেশ চলতি দশকের মধ্যেই মধ্যম আয়ের দেশে ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবার লক্ষ্য নিয়ে এগুচ্ছে। অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রের এ অগ্রযাত্রায়সহায়কের ভূমিকা পালন করতে চায় ব্র্যাক ব্যাংক। 

বিশ বছরের সমৃদ্ধির পথচলা সম্পর্কেব্র্যাকব্যাংকএরব্যবস্থাপনাপরিচালকওপ্রধাননির্বাহীকর্মকর্তাসেলিম আর. এফ.হোসেনবলেন,“উন্নত প্রোডাক্ট ও সার্ভিস, ধারাবাহিক আর্থিক ফলাফল, কর্পোরেট সুশাসন, নিয়মানুবর্তিতা,নৈতিকতা ওস্বচ্ছ্বতার সাহায্যে ব্র্যাক ব্যাংক ইতিমধ্যেই ব্যাংকিং খাতে অনন্য স্থান অর্জন করেছে। ব্র্যাক ব্যাংক এর মেধাবী ও নিবেদিতপ্রাণকর্মকর্তাবৃন্দ ও নতুন উদ্ভাবনী প্রযুক্তির উপর নির্ভর করে একসাথে সম্মিলিত প্রচেষ্টায় আমরা ব্যাংক-কে মার্কেট শেয়ারে সুউচ্চতর স্থানে নিয়ে যেতে সংকল্পবদ্ধ।একই সাথে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি এর আর্থিক অন্তর্ভুক্তি ও মূল্যবোধ ভিত্তিক উন্নয়ন কার্যক্রমের লালিত স্বপ্ন ধারণ ও পালন করে এগিয়ে নিতে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।” 

তিনি আরও বলেন, “এই শুভক্ষণে আমাদের প্রতি আস্থা রাখার জন্য সম্মানিত গ্রাহক ও শেয়ারহোল্ডারদের এবং দিকনির্দেশনা প্রদানের জন্য পরিচালনা পর্ষদ ও নিয়ন্ক্রক সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। সর্বোপরি ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। সকলের আস্থা ও সমর্থনের কারণেই আমরা আজ এ পর্যায়ে আসতে পেরেছি।”

ব্র্যাক ব্যাংক 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম