পদ্মা ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ০৯:৪৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
‘পাওয়ার অব পারফরম্যান্স, শেইপিং দ্যা ফিউচার’-এই ব্যানারে পদ্মা ব্যাংক লিমিটেডের টাউন হল মিটিং-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার গুলশান কর্পোরেট হেড অফিস থেকে আয়োজিত অনুষ্ঠানে ২০২১ সালের সেরা পারফরমারদের নাম ঘোষণা করা হয়।
করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে ব্যাংকের সকল শাখা ও প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের স্বশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল প্লাটফর্মেমিটিং আয়োজন করা হয়।
টাউন হল সভার সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।
করোনা মহামারিতে পরিশ্রম করে ব্যাংকের ব্যালেন্সশিট ঠিক রাখতে অবদান রাখায় সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।
২০২২ সালের নতুন বছরটা আরো চ্যালেঞ্জিং হলেও আরো এগিয়ে যাবে পদ্মা ব্যাংক এমনটাই আশা চৌধুরী নাফিজ সরাফাতের।
এই সময় তিনি পদ্মা ব্যাংকের সকল গ্রাহকদেরকেও ধন্যবাদ জানান ব্যাংকের পাশে থেকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহযোগিতা করায়।
সভাপতির ভাষণে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী বলেন, লোকসানের খাতা থেকে নাম মুছে গেছে পদ্মা ব্যাংকের, নতুন বছরে নব উদ্যমে এগিয়ে যাব। এখন শুধু সামনে এগিয়ে যাবার পালা, পেছনে ফিরে তাকাবার সময় নেই।
তবে এগিয়ে যাবার চেষ্টায় সবাই যেন নিজের এবং পরিবারের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন সেজন্য তিনি কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করার পরামর্শ দেন। তিনি ব্যাংকের উন্নতির ধারা অব্যাহত রেখে আগামী দিনের লক্ষ্য অর্জনের দিক নির্দেশনা প্রদান করেন।
আয়োজিত মিটিং-এ অনলাইনে যুক্ত ছিলেন পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এম আহসান উল্লাহ খান, হেড অফ আরএএমডি অ্যান্ড ল’ ফিরোজ আলম, হেড অব ইন্টার্নাল কনট্রোল এন্ড কমপ্লায়েন্স ডিভিশন মুজাহিদুল ইসলাম, সিএফও বাদল কুমার নাথ -সহ ব্যাংকের সকল শাখা প্রধান, প্রধান কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের অফিসরারা।
অনুষ্ঠানে রিকভারি ও ডিপোজিট সংগ্রহ এই দুই ক্যাটাগরীতে ১১০-জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া ২০২১ সালে সেরা পারফরম্যান্সের জন্য শীর্ষ দশ শাখার নাম ঘোষণা করা হয়।
সরকারী সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক ও আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৮টি শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।
