Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ফ্রেশ প্রিমিয়াম টি ব্যাগ সিপি প্রোগ্রামের বিজয়ীদের পুরস্কৃত করল এমজিআই

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ০৪:২৯ পিএম

ফ্রেশ প্রিমিয়াম টি ব্যাগ সিপি প্রোগ্রামের বিজয়ীদের পুরস্কৃত করল এমজিআই

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অফিস ‘ফ্রেশ হাউজ’- এ আয়োজিত এক অনুষ্ঠানে, উর্ধ্বতন কর্মকর্তারা ফ্রেশ প্রিমিয়াম টি ব্যাগ ও নাম্বার ওয়ান টি ব্যাগ সিপি প্রোগ্রামের বিজয়ীদের শীর্ষ ৩ বিজয়ীর হাতে স্কুটি ও মোটর সাইকেল দিয়ে পুরস্কৃত করেছেন। 

কনজুমার অফারটির আওতায় আরো কিছু মোটরসাইকেল আগামীতেও দেওয়া হবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়।

চট্টগ্রামের মোহাম্মদ আলী পুরস্কার হিসেবে একটি ব্র্যান্ড নিউ স্কুটি জিতে নেন। গাজীপুরের হারুনুর রশিদ এবং চাঁপাইনবাবগঞ্জের মামুনুর রশিদ উক্ত প্রোগ্রামরে পুরস্কার হিসেবে  মোটর সাইকেল জিতে নেন। 

সিপি প্রোগ্রামের অন্যান্য বিজয়ীরাও জিতেছেন নানান আকর্ষণীয় পুরস্কার। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায়, এমজিআই-এর পক্ষ থেকে তাদের প্রতিনিধির মাধ্যমে বিজয়ীদের কাছে পুরস্কারগুলো পৌঁছে দেয়া হচ্ছে।
 
এমজিআই-এর পক্ষে সিনিয়র জেনারেল ম্যানেজার ও হেড অব অ্যাকাউন্টস এস. এম. মুজিবুর রহমান এবং জেনারেল ম্যানেজার, অ্যাকাউন্টস (এফএমসিজি) বাবলা বসু, অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ফ্রেশ প্রিমিয়াম টি ব্যাগ সিপি প্রোগ্রাম বিজয়ী পুরস্কৃত এমজিআই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম