Logo
Logo
×

কর্পোরেট নিউজ

২৭৫ টাকায় প্রাভা হেলথের মানসম্মত ডাক্তার

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০২:৩৭ পিএম

২৭৫ টাকায় প্রাভা হেলথের মানসম্মত ডাক্তার

দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল হেলথকেয়ার ব্র্যান্ড প্রাভা হেলথ সম্প্রতি অভিজ্ঞ রেসিডেন্ট ফিজিশিয়ানদের সাথে ভিডিও কন্সালটেশন সেবা শুরু করেছে। ফিজিশিয়ানদের সাথে সাশ্রয়ীমূল্যে এই সেবা সারা দেশ থেকে ভিডিও কন্সালটেশনের মাধ্যমে নেওয়া যাবে মাত্র ২৭৫ টাকায়, অথবা সরাসরি বনানীর প্রাভা স্বাস্থ্যকেন্দ্রে এসেও নেওয়া যাবে।

প্রয়োজনের সময় কিংবা সাশ্রয়ী মূল্যে অভিজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কষ্টকর হতে পারে। অনেকেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া বা খরচের কথা চিন্তা করে ডাক্তারি পরামর্শ নেন না। 

এসব সমস্যার সমাধান হিসেবে প্রাভার পেশেন্টরা এখন অভিজ্ঞ রেসিডেন্ট ফিজিশিয়ানদের দেখাতে পারবেন, যারা জেনারেল প্র্যাকটিশনার এবং প্রাভার আন্তর্জাতিক মানের ফ্যামিলি মেডিসিন ডাক্তারদের কাছে প্রশিক্ষিত। প্রাভার রেসিডেন্ট ফিজিশিয়ানরা পেশেন্টদের সেবা দিচ্ছেন ভিডিও কন্সালটেশনে মাত্র ২৭৫ টাকায় এবং সরাসরি কন্সালটেশনে মাত্র ৪০০ টাকায়। 

নতুন সেবা প্রসঙ্গে প্রাভার হেড অব মার্কেটিং ও কর্পোরেট সেলস, সাফায়াত আলী চয়ন জানান, “দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এই অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশীদার হিসেবে, আমরা সারা বাংলাদেশের মানুষকে সাশ্রয়ী মানের স্বাস্থ্যসেবা দিতে চাই। তাই আমরা সাশ্রয়ী মূল্যে আমাদের অভিজ্ঞ রেসিডেন্ট ফিজিশিয়ানদের সাথে ভিডিও কন্সালটেশন ও সরাসরি কন্সালটেশন সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছি যাতে পেশেন্টরা উন্নত ডাক্তারী সেবা সহজেই নিতে পারেন।”

প্রাভা হেলথের রেসিডেন্ট ফিজিশিয়ানরা কন্সালটেশনের সময় প্রতিটি পেশেন্টকে নূন্যতম ১৫ মিনিট সময় দেন। সকল পেশেন্টের মেডিকেল হিস্টরি প্রাভার হসপিটাল ইনফরমেশন সিস্টেম (এইচআইএস) এ রেকর্ড করা হয় যাতে ডাক্তার ও রোগীর গোপনীয়তা বজায় থাকে এবং কন্সালটেশনের পূর্বে ডাক্তাররা সহজেই সেগুলো দেখে নিতে পারেন।

যেকোনো তথ্যের জন্য বা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে, পেশেন্টরা সরাসরি প্রাভা হেলথে ১০৬৪৮ নম্বরে কল করতে পারেন।
 

প্রাভা হেলথ মানসম্মত ডাক্তার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম