Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে পুন:নিয়োগ পেলেন অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ১১:০৫ পিএম

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে পুন:নিয়োগ পেলেন অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন

অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনকে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে পুন:নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য। ড. সহিদ আকতার হুসাইন এর আগে ২০১৮ সালের ১ নভেম্বর থেকে ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ইস্টার্ন ইউনিভার্সিটিতে যোগদানের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ছিলেন। তিনি ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ‘টেকসই উন্নয়ন’ বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং যুক্তরাজ্যের অ্যাভার্ডিন বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন।

অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রভোস্ট, সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ইস্টার্ন ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম