Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ক্রেয়নের রঙে সেজেছে ‘বর্ণমালা’

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০২:০৩ পিএম

ক্রেয়নের রঙে সেজেছে ‘বর্ণমালা’

রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘ক্রেয়নম্যাগ’র উদ্যোগে ক্যালিগ্রাফি এবং টাইপোগ্রাফি প্রদর্শনী ‘বর্ণমালা’ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত।

পৃথিবীর সব হারিয়ে যাওয়া বর্ণমালার প্রতি গভীর মমত্ববোধ থেকে বাংলাদেশের সকল ভাষাভাষী মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্রেয়নম্যাগ চায় বাংলাদেশি বর্ণমালার সংরক্ষণ করতে।

বাংলাদেশের যেকোনো ধরনের ভাষার (বাংলা, আদিবাসী গোষ্ঠীর ভাষা) লিপিমালাকে ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি, লেটারিং আকারে সবার সামনে উপস্থাপন করার সেই প্রয়াসেই ‘বর্ণমালা' প্রদর্শনীর আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা-সাহিত্যিক, লেখক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন, লায়ন সালমা আদিল এম জে এফ, প্রতিষ্ঠাতা (সালমা আদিল ফাউন্ডেশন), সি এফ ও ( টপ অফ মাইন্ড), ইউ এন ডি পি এর প্রোজেক্ট ম্যানেজার রেবেকা সুলতানা এবং বাংলা একাডেমির আজীবন সদস্য কবি গুলশান-ই-ইয়াসমীন।

ব্যাকপেজ পিআরের সহযোগিতায় ক্রেয়নম্যাগ আয়োজিত এই প্রদর্শনীতে নলেজ পার্টনার হিসেবে রয়েছে ইউএনডিপি এবং প্রচার সহায়তায় রয়েছে ভলেন্টিয়ার অপরচুনিটিজ।

প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন অরূপ বাউল, জান্নাতুল ফেরদৌস, শুভ্র ধর, আব্দুল বাতেন সরকার, মনোয়ার হোসেন শাহ, মো. মোরসালিন বিন কাশেম, ওবাইদুল্লাহ ওমর, উপল রায় চৌধুরী, মেহনাজ তাবাসসুমসহ আরও অনেকে।

বর্ণমালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম