দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১০ প্রকল্প উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ১১:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অধীন ১০ টি প্রকল্প উদ্বোধন করেছেন। প্রকল্পগুলর মধ্যে রয়েছে বন্যাপ্রবন ও নদী ভাঙ্গন এলাকায় ১১০ টি বন্যা আশ্রয়কেন্দ্র। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ইতোপূর্বে ১১০ টি বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। মোট বন্যা আশ্রয়কেন্দ্রের সংখ্যা ৪৪৮ টি। ৬টি জেলা ত্রান গুদাম কাম তথ্য কেন্দ্র।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ইতোপূর্বে ৫৫ টি জেলা ত্রাণ গুদাম কাম তথ্য কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। মোট জেলা ত্রাণ গুদাম কাম তথ্যকেন্দ্রের সংখ্যা ৬৫ টি।
মুজিব কেল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের ২৫ টি মজিব কিল্লা। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ইতোপূর্বে ৫৫ টি মুজিব কিল্লা উদ্বোধন করা হয়েছে। মোট মুজিব কিল্লার সংখ্যা ৪৫০ টি। (দুর্যোগ কালে মানুষ এবং গবাদি পশু আশ্রয় গ্রহন করতে পারে)।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুল রহমান, সচিব এম কাম্রুল হাসান এম,ডি,সি এবং দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান প্রমুখ।
