Logo
Logo
×

কর্পোরেট নিউজ

নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতার লক্ষ্যে ইনার হুইল ক্লাবের র‌্যালি

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১০:০৮ পিএম

নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতার লক্ষ্যে ইনার হুইল ক্লাবের র‌্যালি

নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব ঢাকা অর্কিড কর্তৃক ২৭ নভেম্বর তারিখে গুলশান ২ সার্কেলে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।

এই র্যালির মূল উদ্দেশ্য ছিল: সচেতনতা বৃদ্ধি: নারী নির্যাতন বন্ধে জনসাধারণকে উদ্বুদ্ধ করা। সম্মান ও সমতা প্রচার: নারীর প্রতি শ্রদ্ধা ও সহিংসতামুক্ত সমাজ গড়ার গুরুত্ব তুলে ধরা সামাজিক সহযোগিতা: সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে সহমর্মিতা জাগ্রত করা।

র্যালিতে নারী-পুরুষের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। উপস্থিত অংশগ্রহণকারীরা কমলারঙের পোশাকে সুসজ্জিত হয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধের বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। ব্যানারে উল্লেখ ছিল:

"Her strength deserves respect, not violence."

"Break the cycle, build a safe world for women."

উল্লেখযোগ্যভাবে, স্থানীয় পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতিনিধি র‌্যালিতে উপস্থিত ছিলেন, যা এ উদ্যোগের প্রতি প্রশাসনিক সমর্থন এর অংশ।

এই র্যালি নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন ক্লাব প্রেসিডেন্ট ইসরাত জাহান ।  ইনার হুইল ক্লাব  ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগের পরিকল্পনা করছে, যা সমাজে নারীর নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে।

এ ধরনের উদ্যোগ সহিংসতার বিরুদ্ধে সংগ্রামকে শক্তিশালী করে এবং একটি সমতার সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেবে বলে ক্লাব সদস্যরা মনে করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম