নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপের দাবিতে আইইউবির শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৮:২৬ পিএম

ছবি: সৌজন্য
দেশজুড়ে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার (৯ মার্চ) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে তারা এই বিক্ষোভে অংশ নেন।
শিক্ষক ও শিক্ষার্থীরা হাতে বিভিন্ন রকম প্রতিবাদসূচক বক্তব্য সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া ও বিচার নিশ্চিত করার দাবিতে শ্লোগান দেন তারা। নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ও শিক্ষকরাও তাদের সাথে যোগ দেন। বক্তারা ধর্ষণ, হয়রানি ও নারীর প্রতি চলমান সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভ শেষে শিক্ষার্থী ও শিক্ষকরা মিছিল নিয়ে বসুন্ধরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
শিক্ষকরা বলেন, নারী নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন কোথাও না কোথাও নারী ও কন্যাশিশুরা নির্যাতন, হয়রানি ও বৈষম্যের শিকার হচ্ছে। তাদের নিরাপত্তা ও মৌলিক অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাস্তবতা বদলাতে হবে, আর তাই আমরা আজ এখানে দাঁড়িয়েছি।
আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের উপদেষ্টা অধ্যাপক রাজিয়া সুলতানা বলেন, “নীরব থাকলে চলবে না। নারী নির্যাতন বন্ধ করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে – ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ ও সরকারকে। এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনের এখনি সময়।”