Logo
Logo
×

কর্পোরেট নিউজ

এয়ার টিকিটের কৃত্রিম সংকট রোধে সরকারের হস্তক্ষেপ চায় আটাব

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৪:৩৪ পিএম

এয়ার টিকিটের কৃত্রিম সংকট রোধে সরকারের হস্তক্ষেপ চায় আটাব

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম আসন সংকট এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের কার্যকর হস্তক্ষেপ চেয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। সংগঠনটির দাবি, টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে তাদের চিরতরে ট্রাভেল ট্রেড থেকে বিতাড়িত করতে হবে।

বুধবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় অনলাইন প্ল্যাটফর্মে 'আটাবের বিরুদ্ধে চক্রান্ত ও এয়ার টিকেট 

সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ' শীর্ষক এক মতবিনিময় সভা আয়োজন করে আটাব।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবদুস সালাম আরেফ এবং সঞ্চালনা করেন মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ।

সভায় আটাব নেতারা অভিযোগ করেন, কিছু অসাধু ট্র্যাভেল চক্র সিন্ডিকেট গঠন করে এয়ার টিকেটের দাম বাড়িয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলছে। একই সঙ্গে এই চক্রটি বর্তমান বৈধভাবে নির্বাচিত আটাব কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চলেছে। এমনকি তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমেও অপপ্রচার চালাচ্ছে এবং প্রকাশ্যে হুমকি দিচ্ছে।

মতবিনিময় সভায় বক্তৃতা করেন আটাবের সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান ইসি সদস্য আলহাজ্ব এইচ.এম. মুজিবুল হক সাকু, সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দিপু, উপ-সচিব রুশো চৌধুরী, তোয়াহা চৌধুরীসহ আরও অনেকে।

উল্লেখ্য, আটাব বাংলাদেশ সরকারের অনুমোদিত ও বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোর একমাত্র বাণিজ্যিক সংগঠন, যা ১৯৭৬ সাল থেকে দেশে প্রায় ৪ হাজার বৈধ ট্রাভেল এজেন্টের স্বার্থরক্ষায় কাজ করে আসছে। 

েআটাব

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম