স্টেপ ফুটওয়্যারের নতুন শাখা ঢাকায় নবাবগঞ্জে
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৬:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার আজ ঢাকার নবাবগঞ্জের নতুন জেলা পরিষদ মার্কেটে উৎসবমুখর পরিবেশে তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে।
আধুনিক ডিজাইন, আরামদায়ক নির্মাণ এবং মানের প্রতি অবিচল প্রতিশ্রুতির ফলে স্টেপ ফুটওয়্যার দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে উঠেছে। এই ধারাবাহিকতায় নবাবগঞ্জের ক্রেতাদের আরও কাছাকাছি পৌঁছানোর লক্ষ্যে চালু করা হলো এই নতুন শোরুম। নতুন শোরুমে পাওয়া যাবে স্টেপ ফুটওয়্যারের সম্পূর্ণ কালেকশন —দৈনন্দিন ব্যবহারের জন্য আরামদায়ক ক্যাজুয়াল জুতা, অফিস ও আনুষ্ঠানিক পরিবেশে ব্যবহারের উপযোগী ফরমাল জুতা, আধুনিক স্পোর্টস কালেকশন এবং নারীদের জন্য স্টাইলিশ ও ট্রেন্ডি ডিজাইনসমূহ।
শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্টেপ ফুটওয়্যারের মহাব্যবস্থাপক ওয়াহিদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের ক্লাস্টার বিজনেস হেড হোসাইন মুহাম্মদ সাদেক, ব্র্যান্ড ম্যানেজার রনি ফকির মুন্না, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রেতা-শুভানুধ্যায়ী এবং ব্যবসায়িক অংশীদাররা।
শোরুম উদ্বোধনকালে স্টেপ ফুটওয়্যারের মহাব্যবস্থাপক ওয়াহিদুর রহমান বলেন, আমাদের লক্ষ্য কেবল জুতা বিক্রি নয়, বরং প্রতিটি পদক্ষেপে আরাম ও আত্মবিশ্বাস নিশ্চিত করা। ‘স্টাইল, আরামদায়ক অনুভূতি এবং গুণগত মান’ এই তিনটি মূল স্তম্ভের উপর ভিত্তি করে আমরা প্রতিটি গ্রাহকের জন্য তৈরি করি ভরসার জুতা। নবাবগঞ্জে আপনাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত; এখান থেকেই শুরু হোক আরামদায়ক পথচলার এক নতুন দিগন্ত!
নতুন এই শোরুম স্টেপ ফুটওয়্যারের আধুনিকতা, মানসম্মত সেবা ও উন্নত গ্রাহক অভিজ্ঞতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে। উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ অফার ও আকর্ষণীয় ডিসকাউন্ট।
অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী ডিজাইনের সমন্বয়ে স্টেপ ফুটওয়ার সবসময় সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ও ব্যতিক্রমী পণ্য সরবরাহ করে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে নিজের সেরা অবস্থান অক্ষুণ্ণ রেখেছে।
