Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বর্ষাদুপুর বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন রবিন রাফান

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০২:৪৮ পিএম

বর্ষাদুপুর বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন রবিন রাফান

বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল প্রশিক্ষক রবিন রাফান পেয়েছেন বর্ষসেরা বেস্টসেলার বই ২০২৫ পুরস্কার। 

৩ জুন ঢাকার বাংলাবাজারের লিয়াকত প্লাজায় অবস্থিত বর্ষাদুপুর অফিসে প্রকাশনা প্রতিষ্ঠান বর্ষাদুপুর পাবলিকেশনসের পক্ষ থেকে তাকে পুরস্কারটি দেওয়া হয়।

এই সম্মাননা এসেছে তার দুই যুগান্তকারী বই‘ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ার‘ এবং ‘ ভবিষ্যতের ফ্রিল্যান্সিং: প্রশিক্ষণ থেকে সফলতা ‘—এর অভূতপূর্ব জনপ্রিয়তার জন্য।

প্রকাশনা প্রতিষ্ঠানটির সিইও মাশফিক তন্ময় বলেন, এটা সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল স্কিল বেইজড প্রফেশনের যুগ। এই কারণেই এত অল্প সময়ে দুটি বই-ই বেস্টসেলার হয়ে উঠেছে। ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ারের ৭ম সংস্করণ ইতোমধ্যে স্টক আউট হয়েছে, আর বিশাল চাহিদার কারণে ৮ম সংস্করণ এই সপ্তাহেই প্রকাশিত হচ্ছে। এই ডিজিটাল যুগে বইয়ের এমন চাহিদা সত্যি মুগ্ধ করেছে আমাদের।

ভবিষ্যতের ফ্রিল্যান্সিং বইটির তৃতীয় সংস্করণ এ মাসেই বাজারে এসেছে। যা দেশের পাশাপাশি আন্তর্জাতিক পাঠকদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে।

এতটাই আন্তর্জাতিক চাহিদা তৈরি হয়েছে যে, এই দুই বই নিউইয়র্ক, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার আন্তর্জাতিক বইমেলায় স্থান পেয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো- এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরের লেখা বই আন্তর্জাতিক বইমেলায় প্রদর্শিত হলো, যা নিঃসন্দেহে দেশের জন্য গর্বের বিষয়।

পুরস্কার গ্রহণ করে রবিন রাফান বলেন,

আমি বই দুটি লিখেছিলাম যেন যারা এই ফিল্ডে আসতে চায়, তারা যেন একটি সঠিক গাইডলাইন পায়। সবাই এতটা ভালোবাসা দেখাবে ভাবিনি। আমি সত্যিই কৃতজ্ঞ। 

এই সম্মাননার মাধ্যমে রবিন রাফান শুধু একজন সফল লেখকই নন, বরং ডিজিটাল দুনিয়ার একজন পথপ্রদর্শক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। যিনি হাজারো তরুণকে অনুপ্রাণিত করছেন দক্ষতা, কল্পনা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়তে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম