Logo
Logo
×

কর্পোরেট নিউজ

টিএইচই র‍্যাঙ্কিংয়ে টানা পঞ্চমবারের মতো স্বীকৃতি পেল ইউল্যাব

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২১ জুন ২০২৫, ১১:১৭ পিএম

টিএইচই র‍্যাঙ্কিংয়ে টানা পঞ্চমবারের মতো স্বীকৃতি পেল ইউল্যাব

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আবারও মর্যাদাপূর্ণ টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৫-এ স্বীকৃতি পেয়েছে। যা বিশ্বব্যাপী তালিকায় টানা পঞ্চম বছর। ২০১৯ সাল থেকে ইউল্যাবের ধারাবাহিক অন্তর্ভুক্তি টেকসই উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাবের প্রতি বিশ্ববিদ্যালয়ের অটুট প্রতিশ্রুতি তুলে ধরে।

২০২৫ সালে ইউল্যাব বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮ম স্থানে ছিল এবং বিশ্বের ২ হাজার ৩১৮টি বিশ্ববিদ্যালয়ের এ বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মাত্র ২০টি প্রতিষ্ঠান যোগ দিয়েছিল। এই র‍্যাঙ্কিংয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাতে (এসডিজি) তাদের অবদানের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করা হয়। এ মূল্যায়নের মধ্যে শিক্ষাদান, গবেষণা, প্রচার এবং পরিচালনা অন্তর্ভুক্ত রয়েছে।

একাধিক এসডিজি সূচকে ইউল্যাবের গুরুত্বপূর্ণ সফলতার মধ্যে উল্লেখযোগ্য: এসডিজি-৫: লিঙ্গ সমতার জন্য বাংলাদেশে প্রথম, এসডিজি-৮: উপযুক্ত কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ষষ্ঠ, এসডিজি-৪: মানসম্মত শিক্ষায় অষ্টম, এসডিজি-১৭: লক্ষ্যগুলোর জন্য অংশীদারিত্বে ১১ তম এবং এসডিজি-১: দারিদ্র্য নিরসন এবং এসডিজি-১১: টেকসই শহর এবং সম্প্রদায়গুলিতেও স্থান পেয়েছে।  

ইউল্যাব নৈতিকতা, টেকসই উন্নয়ন এবং সমালোচনামূলক অংশীদারিত্ব চিন্তার ভিত্তিতে মানসম্মত উদার বৈশ্বিক শিক্ষা প্রদানের লক্ষ্যে অগ্রসর হয়, তাই এবারের এই অর্জন ইউল্যাবকে বাংলাদেশের উচ্চশিক্ষাখাতের নেতৃত্বকে পুনর্ব্যক্ত করে। এটি বৈশ্বিক বিদ্যায়তনিক সম্প্রদায়ের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে ইউল্যাবের অবস্থানকে আরো সুদৃঢ় করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম