Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বাংলাদেশ সফরে এলজি ইকো সল্যুশনের প্রেসিডেন্ট জোসাং লি, বাটারফ্লাই গ্রুপের ফ্যাক্টরি ও শোরুম পরিদর্শন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০১:২২ এএম

বাংলাদেশ সফরে এলজি ইকো সল্যুশনের প্রেসিডেন্ট জোসাং লি, বাটারফ্লাই গ্রুপের ফ্যাক্টরি ও শোরুম পরিদর্শন

এলজি’র গ্লোবাল ইকো সল্যুশন বিভাগের প্রেসিডেন্ট জোসাং লি বাংলাদেশ সফরে এসে বাটারফ্লাই গ্রুপের ফ্যাক্টরি ও গুলশান-২ এর শোরুম ‘হাউজ অব বাটারফ্লাই’ পরিদর্শন করেছেন। সফরে তার সঙ্গে এলজির অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও ছিলেন।

ফ্যাক্টরি পরিদর্শন শেষে জোসাং লি বলেন, “বাংলাদেশ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক মার্কেট। বাটারফ্লাই-এর মতো নির্ভরযোগ্য ও উদ্ভাবনী অংশীদারের মাধ্যমে আমরা শুধু পণ্য সরবরাহ করছি না, বরং প্রযুক্তি স্থানান্তর, স্থানীয় কর্মসংস্থান এবং স্মার্ট হোম সল্যুশনসকে সবার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। আমাদের এই অংশীদারিত্ব ভবিষ্যতেও আরও গভীর হবে বলে আমরা আশাবাদী।”

বাটারফ্লাই গ্রুপের সেলস ডিরেক্টর মকবুল্লাহ হুদা চৌধুরী বলেন, “এলজি’র শীর্ষ কর্মকর্তাদের এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ়তা এনে দিয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ও গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনে একসাথে কাজ করার পথ উন্মুক্ত করেছে।”

সফরে এলজি কর্মকর্তারা বাটারফ্লাই গ্রুপের এসি উৎপাদন লাইন ঘুরে দেখেন এবং শোরুমে পণ্য প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রম পর্যালোচনা করেন। সফর শেষে তারা বাটারফ্লাই-এর উৎপাদন সক্ষমতা ও বাজারে অবদানের প্রশংসা করেন।

বাটারফ্লাই ও এলজির এই অংশীদারিত্ব শুধু পণ্যের সরবরাহ নয়, বরং প্রযুক্তিনির্ভর সমন্বিত সহযোগিতার দিকেই এগোচ্ছে বলে দুই পক্ষই আশাবাদ প্রকাশ করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম