Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশনের ওয়েবিনার

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ এএম

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশনের ওয়েবিনার

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই), বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি) প্রথমবারের মতো বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য মানোন্নয়ন ও স্বীকৃতি অর্জন বিষয়ে ওয়েবিনার আয়োজন করে ২৮ আগস্ট।

অনলাইনে অনুষ্ঠিত এই ওয়েবিনারে বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং পদ্ধতি,মূল্যায়ন মানদণ্ড এবং আন্তর্জাতিক অবস্থান উন্নয়নের কৌশলগত গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ডওয়াইড-এর সিনিয়র রিজিওনাল ডিরেক্টর ড. রিতিন মালহোত্রা।

৪৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭০-এর বেশি অংশগ্রহণকারী বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে নিজেদের কার্যক্রম সমন্বয় করার বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

সূচনা বক্তব্যে এপিইউবি সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদিন,টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ডওয়াইড-এর সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক স্বীকৃতি ও শিক্ষার মান বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশীয় উচ্চশিক্ষা খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক।

ওয়েবিনারের শেষে ৭–৯ অক্টোবর ২০২৫ জেদ্দায় অনুষ্ঠিতব্য টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড একাডেমিক সামিট ২০২৫-এ বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহকে আমন্ত্রণ জানানো হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম