ধামরাইয়ে আ.লীগ নেতার বালু উত্তোলন, ভাঙছে আবাদি জমি ও বসতবাড়ি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছেন এক আওয়ামী লীগ নেতা। এতে ভাঙছে আবাদি জমি ও বসতবাড়ি। প্রশাসনকে এ বিষয়ে বারবার অবহিত করা হলেও কোনোভাবেই বন্ধ করা হচ্ছে না আওয়ামী লীগ নেতার এ অবৈধ বালু উত্তোলন।
এ ঘটনাটি ঘটেছে উপজেলার চৌহাটি ইউনিয়নের চর চৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায়। এ বিদ্যালয়ও ঝুঁকির মধ্যে রয়েছে বলে স্থানীয়রা জানান।
ভুক্তভোগী মজনু মিয়া জানান, সোহাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম শরীফ এবং তার সহযোগ রবিন হুসেন মিলে চর চৌহাট এলাকায় আমাদের বাড়ির পাশে বংশী নদীতে ড্রেজার মেশিন লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে আবাদি জমি ও আমাদের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও অবৈধ বালু উত্তোলন বন্ধে তারা কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ওই আওয়ামী লীগ নেতা প্রতিনিয়ত অবৈধভাবে বংশী নদী থেকে বালু তুলে বিক্রি করে টাকার পাহাড় গড়েছে। অপরদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।
সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের জীবদ্দশায় তার অনুরোধে নদীর দুপারে নদী শাসন প্রকল্প চালু ছিল। তার মৃত্যুর পর থেকে এই প্রকল্পটি আর আলোর মুখ দেখেনি। ফলে এমনিতেই নদী ভাঙন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে ড্রেজার লাগিয়ে বালু তোলায় এ নদী ভাঙন আরও প্রবল আকার ধারণ করেছে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন আহমেদ অনিক বলেন, অবৈধভাবে ড্রেজার মেশিন লাগিয়ে নদী থেকে যে ব্যক্তিই বালু উত্তোলন করুক না কেন, তা অবশ্যই বন্ধ করা হবে। সরকারি সম্পদ লুট করবে আর তাকে ছেড়ে দেওয়া হবে, এটা হতে পারে না।
