Logo
Logo
×

সারাদেশ

বাহুবলে ১৭ মামলার আসামিকে গলাকেটে হত্যা

Icon

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

বাহুবলে ১৭ মামলার আসামিকে গলাকেটে হত্যা

হবিগঞ্জের বাহুবলে ১৭ মামলার আসামি ডাকাত জামাল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিবলু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল নোয়াগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ মর্গে পাঠিয়েছে।

ঘটনাস্থলে থাকা তার স্ত্রী জানান, বুধবার ভোর ৪টার দিকে ১০-১৫ জনের একদল লোক ঘরে ঢুকে তাকেসহ ঘর থেকে বের করে নিয়ে আসে। তিনি একপর্যায়ে তাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারলেও তার স্বামীকে বাড়ি থেকে একটু দূরে ধানের জমিতে ফেলে গলা কেটে হত্যা করে। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নামও প্রকাশ করেন। 

বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ। 

এদিকে নিহত জামালের নামে ১৭টি ডাকাতির মামলা রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম