Logo
Logo
×

সারাদেশ

বদরগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

Icon

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম

বদরগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

রংপুরের বদরগঞ্জের ধর্ষণ মামলার পলাতক আসামি রশিদুর ইসলামকে (৩২) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার রশিদুল ইসলাম মধুপুর ইউনিয়নের ধর্মপুর উত্তর বাওচন্ডী গ্রামের অহেদ আলীর ছেলে।

জানা যায়, গ্রেফতার রশিদুল ইসলাম ধর্মপুর বাওচন্ডী এলাকার এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূ গত (২৬ জুন) রাতে বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেন। মামলার বিষয়টি জানতে পেরে রশিদুল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। 

বদরগঞ্জ থানার এসআই তপন কুমার তথ্যপ্রযুক্তির মাধ্যমে র্যাবের সহযোগিতায় যাত্রাবাড়ী ডিএমপি ঢাকা এলাকা থেকে গ্রেফতার করে বদরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান জানান, ধর্ষণ মামলা হওয়ার পরপরই আসামি আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে ঢাকার যাত্রাবাড়ী ডিএমপি থেকে গ্রেফতার করে বদরগঞ্জ থানায় নিয়ে এসে রংপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম