Logo
Logo
×

সারাদেশ

‘দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ’

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম

‘দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, নদী ভাঙন দেখা দিলে জায়গায় জায়গায় কিছু বালুর বস্তা ও ব্লক ফেলে। এতে নদী ভাঙন রোধে কোনো কিছু হয় না। এখানে দুর্নীতি এবং আত্মসাতের ঘটনা ঘটে। নদী ভাঙনের শঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছে টঙ্গীবাড়ী, লৌহজং এবং মুন্সীগঞ্জের মানুষ।  এসব এলাকায় দীর্ঘদিন যাবত ভাঙন চলমান থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।  

বুধবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নদী ভাঙন কবলিত এলাকায় ভাঙন রোধ, নদী শাসন ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পূনর্বাসনের দাবিতে দিঘিরপাড় বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আসাদুজ্জামান রিপন বলেন, পদ্মা-মেঘনায় অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের প্রভাব পড়ছে নদী ভাঙন এলাকায়। দ্রুত নদী তীর সংরক্ষণে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শেষ করা প্রয়োজন। বাঁধ নির্মাণ কাজ ধীর গতিতে চলায় ক্ষুব্ধ এলাকাবাসী। ভবিষ্যতে আমরা সরকার গঠন করলে পদ্মা তীরে মেরিন ড্রাইভ নির্মাণের দাবি অন্তর্ভুক্ত করবো। 

তিনি বলেন, নদী ভাঙনে এ জেলার যেসব মানুষ বসতবাড়ি হারিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে, তাদেরকে সরকারি জমিতে পুনর্বাসন করার দাবি জানান তিনি। 

তিনি বলেন, দেশে এক বছর ধরে কোনো নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার না থাকার কারণে মানুষের এ দুর্ভোগ উপশম করার কোনো ব্যবস্থা নেই। এতো মানুষ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হলেও এ জেলায় পানি সম্পদ উপদেষ্টা এখানে আসেনি। আসাটা ছিলো তার দায়িত্ব। এছাড়া তিনি অবৈধ বালু উত্তোলন বন্ধ, চাঁদাবাজি বন্ধ এবং মাদক নির্মুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকী আছে। এ কয়েক মাসে নানা ধরনের ষড়যন্ত্র দেখা দিবে। নানাভাবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা হবে। কুচক্রী মহল চাইবে যেন বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় না আসে। 

জনগণের নির্বাচিত প্রতিনিধি যাতে নির্বাচিত হতে না পারে। এ চক্রান্ত প্রতিহত করার জন্য ইউনুস সরকার যে রোডম্যাপ ঘোষণা করছে, তা বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে এই রোডম্যাপ বাস্তবায়নে তিনি সরকারকে সহযোগিতার আশ্বাস দেন।

দিঘিরপাড় বাজারের পদ্মা নদীর তীরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সর্বস্তরের জনগণের পাশাপাশি স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম