Logo
Logo
×

সারাদেশ

চাচার ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই নিহত

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পিএম

চাচার ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই নিহত

পারিবারিক বিরোধের জের ধরে নরসিংদীর শিবপুরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবপুর উপজেলার বৈলাবো গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বৈলাবো গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আসাদুজ্জামান মন্টু মিয়ার ছেলে সাজ্জাদুল ইসলাম রানা (৩৫) ও আলিউর রহমান সোহাগ (৪০)। তারা আপন দুই ভাই।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন যাবত নিহত রানা ও তার পরিবারের সঙ্গে তাদের আপন চাচা মামুনের দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জের ধরে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া-বিবাদ হয়। সম্প্রতি নিহত রানার চাচা মামুনের বাড়ির কলের পানি রানা ও সোহাগদের বাড়িতে আসছিল। সন্ধ্যায় রানা পানি বন্ধের জন্য চাচা মামুনকে ব্যবস্থা নেওয়ার কথা জানাতে যান। ওই সময় রানা ও সোহাগের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন চাচা মামুন। পরে মামুন তার দুই ছেলে দিদার ও বিদ্যুতকে নিয়ে দা, ছুরি ও শাবল নিয়ে রানার ওপর হামলা চালায়।

রানাকে বাঁচাতে তার বড় ভাই সোহাগ এগিয়ে গেলে তার ওপরও হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাত ও উপর্যুপরি ছুরিকাঘাতে দুই ভাই মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ঘটনাস্থলেই রানা মারা যান। পরে সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যান। খবর পেয়ে রাতে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবপুর থানার ওসি আফজাল হোসেন বলেন, দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলছিল। আজ কলের পানি যাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে ঝগড়া হয়। ওই সময় প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম