Logo
Logo
×

সারাদেশ

ঢাকাগামী কালনী এক্সপ্রেসের তিনটি বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

ঢাকাগামী কালনী এক্সপ্রেসের তিনটি বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস চলন্ত অবস্থায় দুই ভাগে বিভক্ত হয়েছে। রেল কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনের বাফার সংযোগের কাপলিং হুক ভেঙে যাওয়ায় পেছনের তিনটি বগি মূল অংশ থেকে আলাদা হয়ে যায়।

আশুগঞ্জ স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে বেলা সাড়ে ১১টার দিকে রওনা হলে তালশহর রেলস্টেশন এলাকায় পৌঁছার সময় দুর্ঘটনা ঘটে। বিষয়টি বুঝতে পেরে লোকোমাস্টার ব্রেক টানেন। এতে ইঞ্জিনসহ সামনের অংশের বগি নিয়ে ট্রেনটি স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে থামে।

দুর্ঘটনার সময় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ও হৈচৈ দেখা দিয়েছে, তবে বড় কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।

শহিদুল ইসলাম জানান, আশুগঞ্জ ও তালশহর রেলস্টেশনের কর্মীরা এবং কালনী এক্সপ্রেসের লোকজন বাফার পুনঃসংযোগের চেষ্টা করছেন। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান বলেন, একাধিক লাইন থাকার কারণে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম