Logo
Logo
×

সারাদেশ

দোয়ারাবাজারে পৃথক ঘটনায় নিহত ২

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

দোয়ারাবাজারে পৃথক ঘটনায় নিহত ২

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছেন। তন্মধ্যে নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধা এবং গাছের ডালে গামছা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মৃত্যু হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঘটনা দুটি সংঘটিত হয়।

জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোয়ারাবাজার সদর ইউনিয়নের দলেরগাঁও গ্রামের আবু বক্করের স্ত্রী জুবেদা খাতুন (৬০) নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে স্বামী আবু বক্করও বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। 

অপরদিকে একই সময়ে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের হাজারিগাঁও গ্রামের গহীন জঙ্গলে শেওড়া গাছের ডালে কামাল উদ্দিন (৪৫) এর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। মৃত কামাল উদ্দিন ওই গ্রামের রজব আলীর ছেলে।

নিহত কামাল উদ্দিনের পারিবারিক সূত্রে জানা গেছে, ৪০ দিনের (তাবলীগ জামাতের) চিল্লা পালন করতে বাড়ি ছাড়েন কামাল উদ্দিন। চিল্লা শেষ হওয়ার ৫দিন আগেই চারদিকে ছড়িয়ে পড়ে কামাল উদ্দিনের মৃত্যুর খবর। বুধবার সন্ধ্যায় নিজ গ্রামের গহীন জঙ্গলে গাছের ডালে কামালের ঝুলন্ত লাশ এবং গাছের নিচে কাপড়ের একটি পোটলা দেখতে পায় আব্দুল মালিক নামে গ্রামের এক ব্যক্তি।

পুলিশ লাশের সুরতহাল শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম