Logo
Logo
×

সারাদেশ

দৌলতপুরে বিজিবি ক্যাম্প পদ্মা নদীগর্ভে বিলীন

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ পিএম

দৌলতপুরে বিজিবি ক্যাম্প পদ্মা নদীগর্ভে বিলীন

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ দৌলতপুর সীমান্তবর্তী উদয়নগর বিওপি সংলগ্ন পদ্মা নদীতে প্রবল স্রোত ও ঝোড়ো বাতাসের কারণে আকস্মিক ভাঙন দেখা দেয়।

বুধবার সন্ধ্যায় মুহূর্তের মধ্যে বিওপির দুই-তৃতীয়াংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। অবশিষ্ট অংশ নিরাপত্তাজনিত কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটেলিয়ন (৪৭ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মোর্শেদ রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে ইতোপূর্বে গত ১৩, ১৪ ও ১৫ আগস্ট ওই বিওপি হতে স্থানান্তরযোগ্য অধিকাংশ সরঞ্জামাদি পার্শ্ববর্তী চরচিলমারী বিওপিতে স্থানান্তর করা হয়েছিল। পরবর্তীতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে জরুরি ভিত্তিতে অবশিষ্ট অস্ত্র, গোলাবারুদ, অফিসিয়াল নথিপত্র, যানবাহন, চারপায়া এবং জনবল নৌকা, ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে দ্রুত পার্শ্ববর্তী চরচিলমারী বিওপিতে স্থানান্তর সম্পন্ন করা হয়। বর্তমানে সকল সদস্য ও গুরুত্বপূর্ণ কন্ট্রোল আইটেম নিরাপদ ও সুরক্ষিত অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, উদয়নগর বিওপি সংলগ্ন পদ্মা নদী একটি চোরাচালান প্রবণ এলাকা। এ প্রেক্ষাপটে চরচিলমারী বিওপি থেকে বড় ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোট ব্যবহার করে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিকল্প স্থানে নতুন বিওপি অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে সীমান্ত নিরাপত্তা ও আভিযানিক কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলমান থাকে বলে জানান এই কর্মকর্তা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম