Logo
Logo
×

সারাদেশ

ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে লোকসংস্কৃতি

একসময়ের জনপ্রিয় বাউল শিল্পী সফিউল্লাহ এখন সাইকেল মেকানিক

Icon

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ এএম

একসময়ের জনপ্রিয় বাউল শিল্পী সফিউল্লাহ এখন সাইকেল মেকানিক

হারমোনিয়াম হাতে নিয়ে এক সময়ে কণ্ঠে বাউল সুর তুলে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেড়াতেন মো. সফিউল্লাহ। তিন দশকের বেশি সময় ধরে মাটির গান গেয়ে মানুষকে আনন্দ দিয়েছেন, ভেবেছেন এ গানই হবে জীবনের অবলম্বন। কিন্তু কালের বিবর্তনে সেই বাউল সংগীতই যেন হারিয়ে গেছে আধুনিকতার আড়ালে। আর হারিয়ে যাওয়া সুরের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে শিল্পীর জীবনযাপনের স্বস্তিও। 

সেই সফিউল্লাহকে দেখা যায় আরেক ভিন্ন ভূমিকায়। হাতে আর হারমোনিয়াম নেই, আছে রেঞ্চ ও হাতুড়ি। বাড়ির পাশের ছোট্ট দোকানে রিকসা ও সাইকেল মেরামত করেই চলছে তার সংসার। স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েকে নিয়ে কোনো রকমে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। চোখে মুখে ক্লান্তির ছাপ, তবু ভেতরে বেঁচে আছে একসময়ের সেই শিল্পীর স্বপ্ন। 

সফিউল্লাহ আক্ষেপ করে বলেন, এক সময় গান গেয়েই চলত সংসার। বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেতাম, মানুষ আমাদের শুনত, সম্মান দিত। এখন আর কেউ ডাকে না, লোকজ গানকে আর আগের মতো কেউ গুরুত্বও দেয় না। তাই বাধ্য হয়েই মেকানিকের কাজ করছি।

তার কণ্ঠে বেদনার সুর ফুটে ওঠে যখন বলেন, সন্তানদের মুখের দিকে তাকিয়ে কাজ করি। কিন্তু মনটা পড়ে থাকে সেই গানের ভুবনে। যদি সরকারি কিংবা বেসরকারি কোনো সহায়তা পেতাম, হয়তো আবারও গান নিয়ে দাড়াতে পারতাম, অথবা আমার দোকানটাকে বড় করে সংসারের হাল ধরতে পারতাম।

এলাকাবাসী জানান, সফিউল্লাহ ছিলেন এলাকার জনপ্রিয় বাউল শিল্পী। হারমোনিয়াম হাতে, তবলার তালে তার কণ্ঠে ছিল অন্যরকম আবেদন। কিন্তু সময়ের স্রোতে সেই শিল্পী এখন যেন ভুলে যাওয়া এক নাম। চাঁদপুরেরর কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের বাউল সংগীত শিল্পী সফিউল্লাহ একজন বাউল শিল্পী থেকে আজ মেকানিক হয়ে যাওয়ার গল্প যেন আমাদের লোকসংস্কৃতির ধীরে ধীরে হারিয়ে যাওয়ারই প্রতিচ্ছবি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম