|
ফলো করুন |
|
|---|---|
সাতক্ষীরা কালীগঞ্জে বৃহস্পতিবার বিকালে খেলার জন্য ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ করা হয়েছে। ভিকটিম শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন কিশোরকে শুক্রবার গ্রেফতার করেছে।
ওই শিশুর মা জানান, বৃহস্পতিবার বিকালে তার মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় খেলার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে একটি ঘরে আটকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে পাশের বাড়িতে গিয়ে তিনি মেয়ের কান্নার শব্দ শুনতে পান। তিনি ভেতরে ঢুকতেই ঘরের পেছনের দরজা দিয়ে ওই তিন কিশোর পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মেয়েকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।
