Logo
Logo
×

সারাদেশ

সাপের ছোবলে প্রাণ গেল কৃষকের

Icon

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ এএম

সাপের ছোবলে প্রাণ গেল কৃষকের

মাদারগঞ্জে বিষধর সাপের ছোবলে আমিনুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার খিলকাটি গ্ৰামে এ ঘটনা ঘটে।

নিহত আমিনুল উপজেলার খিলকাটি গ্ৰামের গেন্দা দোকানদারের ছেলে।

স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাতের অন্ধকারে ঘরের বাইরে খোলা জায়গায় প্রস্রাব করতে বসলে তার হাতে সাপ ছোবল দেয়। পরে কবিরাজি চিকিৎসায় সময় ক্ষেপণ করে অবস্থার অবনতি হলে তাকে মাদারগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। 

সেখানকার চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার করলে পথেই তার মৃত্যু হয়।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম