ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা পেল শত শত যাত্রী
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী বুড়িমারী এক্সপ্রেস।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে ট্রেন ছাড়ার মুহূর্তে বিকট শব্দে দুটি বগির সংযোগ হুক ছিড়ে যায়। ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে পড়লে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শত শত যাত্রীর মধ্যে। তবে ভাগ্যক্রমে প্রাণহানি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস বামনডাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি শেষে ছাড়ার সময় ক-খ এবং ট-ঠ বগির সংযোগ ছিড়ে যায়। বিকট শব্দ শোনা মাত্রই যাত্রীরা চিৎকার-চেচামেচি শুরু করেন। হুড়োহুড়ি সৃষ্টি হলেও দ্রুত ট্রেন থেমে যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে করতোয়া এক্সপ্রেস থেকে নতুন হুক এনে জরুরি মেরামতের কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। মেরামত শেষ হলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
স্থানীয়রা জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ট্রেনে যাত্রীদের বারবার ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। তারা দ্রুত রেল যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। করতোয়া এক্সপ্রেস থেকে নতুন হক এনে মেরামতের কাজ শেষ করে যাত্রীদের নিরাপদে নিয়ে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।
