Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ পিএম

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪

চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।   

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। একই দিন সকাল পৌনে ৮টায় এ মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

গ্রেফতাররা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার আবু মুসা (৩০) ও চকরিয়া উপজেলার শাকিব আলম (২০), চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার রায়হান উদ্দিন (৪৫) ও চাঁদপুরের শাহরাস্তি থানার মো. আরিফ (২৮)।   

পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান বলেন, নগরের হামজারবাগের সঙ্গীতা সিনেমা হল এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের স্থায়িত্ব ছিল অল্প সময়। এতে ১৫ থেকে ১৭ জন অংশ নেন। এ ঘটনায়  স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে দুইজন এবং অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করে।   

ওসি জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম